কলকাতার তিন প্রধানে দাপিয়ে ফুটবল খেলা চিবুজোর নুয়াকানমা প্রয়াত হলেন। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে নাইজেরিয়ার এই প্রাক্তন ফুটবলারের মৃত্যু হয় বলে খবর। ১৯৮৫ থেকে ১৯৯৮ পর্যন্ত ভারতীয় ফুটবলে দাপিয়ে বেড়িয়েছেন চিবুজোর। চিমা, ক্রিস্টোফার, এমেকাদের সঙ্গে ময়দান মাতিয়েছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। স্বাভাবিকভাবেই নুয়াকানমার প্রয়াণে শোকের ছায়া বাংলাRead More →