হাতে একটা কলম ধরিয়ে দিলে নারায়ণ দেবনাথকে নিয়ে আমি পাতার পর পাতা লিখে যেতে পারি। তাঁর কমিকস নিয়ে, অলংকরণ নিয়ে, প্রচ্ছদ নিয়ে এমনকী মানুষটিকে নিয়ে লিখে ফেলতে পারি অনেক কিছু। কিন্তু আজ যেন কলম চলতেই চাইছে না। এ-লেখা সেই লেখা, যা কখনও লিখতে হবে দুঃস্বপ্নেও ভাবিনি। ২০০২ সাল। উচ্চমাধ্যমিক পরীক্ষাRead More →