উত্তর দিনাজপুর জেলায় ভারতীয় ভাবধারায় ইংরেজি মাধ্যমে শিক্ষাদানের লক্ষ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের তৎকালীন সরসঙ্ঘচালক ড. রাজেন্দ্র সিংহের অনুপ্রেরণায় সুদর্শন ভট্টাচার্য, অঞ্চল কুমার বোস, রাধাকৃষ্ণ মুদ্রা, সোহনলাল ঝাওয়ার, উৎপলেন্দু সরকার, গোপেশ চন্দ্র সরকার, মহাবীর চঁাদ কাঙ্কারিয়া,, সুজন পাল, রাধাগোবিন্দ পোদ্দার, শ্যামল পাল, গোবিন্দ ঘোষ প্রমুখ সমাজসেবীর উদ্যোগে ১৯৯৫ সালে ১ মেRead More →