টোকিও প্যারাঅলিম্পিকে ইতিহাসে গড়লেন ভারতের ভাবিনাবেন পটেল। রবিবার ভারতীয় সময় অনুযায়ী বেশ সাতসকালেই টেবিল টেনিসে রুপো জিতলেন তিনি। প্যারাঅলিম্পিকে এটাই ভারতের প্রথম পদক জয়। এদিন চিনের ঝাও ইংয়ের বিরুদ্ধে ফাইনালে স্ট্রেট গেমে হেরে গেলেন ভাবিনাবেন। খেলার ফল ০-৩ (৭-১১, ৫-১১, ৬-১১)। এদিন প্রথম গেমেই চিনের ঝাও ইংয়ের কাছে ৭-১১ ব্যবধানেRead More →