জীবন সকলকে সমান সুযোগ দেয় না। কোভিডের ক্ষেত্রেও বিষয়টি তার ব্যতিক্রম নয়। তেমনই বোঝা যাচ্ছে হালের পরিস্থিতি দেখে।  এখন কোভিডের টিকাকরণের হার ভালোই। অনেকেই নিয়ম মেনে টিকা নিচ্ছেন। টিকার দু’টি ডোজই অনেকের নেওয়া হয়ে গিয়েছে। তার পরে হঠাৎ উদয় হল এই ওমিক্রন। যাঁদের টিকার দু’টি ডোজ নেওয়া হয়ে গিয়েছে, তাঁরাRead More →