যে বাড়িতে বসে পুলওয়ামা হামলার ছক কষা হয়, গ্রেফতার সেই বাড়ির মালিক তারিক আহমেদ শাহ ও তার মেয়ে
2020-03-04
এনআইএ মঙ্গলবার গত বছর দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার লেথপোরায় আত্মঘাতী হামলার ঘটনায় জড়িত অভিযোগে এক পিতা-কন্যাকে গ্রেফতার করেছে। এনআইএ গ্রেফতার হওয়া পিতা-কন্যাকে জম্মুর এনআইএ আদালতে হাজির করে। সেখান থেকে তাদের দুজনকে দশ দিনের রিমান্ডে প্রেরণ করা হয়েছে। এর আগে শরিক মাগারে পুলওয়ামা হামলায় জড়িত হিসেবে এনআইএর হাতে ধরা পড়ে। এRead More →