মানুষের ধর্মবিশ্বাসে স্ব‍র্গ ও মর্ত‍্যের মধ্যে যোগাযোগ রাখে যে বস্তুটি, তার নাম—দড়ি। মানুষ মারা গেলে বাঁশের অস্থায়ী খাটিয়ায় শ্মশানে নিয়ে যাবার জন্য দড়ি পাকানো হয় মৃতের বাড়িতেই। বোধিজ্ঞান লাভ করে গৌতম বুদ্ধ যখন প্রথমবার জন্মভূমি কপিলাবস্তুতে এলেন, তখন আত্মীয়-স্বজনের অনুরোধে কিছু অলৌকিক শক্তি দেখিয়েছিলেন বলে অশ্বঘোষ তাঁর “বুদ্ধচরিত” গ্রন্থে জানিয়েছেন।Read More →