জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জের, নন-কোভিডদের চিকিৎসার জন্যেও দরজা খুলল মেডিক্যালে
2020-07-09
অবশেষে নন-কোভিড রোগীদের জন্যেও খুলে দেওয়া হল কলকাতা মেডিক্যাল কলেজ। বৃহস্পতিবার মেডিক্যাল কলেজে এই মর্মে নয়া নোটিস টাঙানো হয়েছে। যেখানে বলা হয়েছে, নন-কোভিড রোগীদের জন্য ইন্ডোর এবং বর্হিবিভাগ দুই-ই চালু হতে চলেছে। ফলে মেডিক্যাল কলেজের ছাত্রদের ক্লিনিক্যাল ক্লাস ফের স্বাভাবিক ভাবে চলবে। সূত্রের খবর, এমসিএইচ, এজরা বিল্ডিং, ডেভিড হেয়ার ব্লক-সহRead More →