চন্দ্রজয়ের পরে সূর্যজয়? দেড় সপ্তাহ পরেই সূর্যে পাড়ি, জানালেন ইসরোর বাঙালি বিজ্ঞানী
2023-08-25
বুধবার সন্ধ্যায় গোটা ভারতের চোখ ছিল চাঁদের দিকে। ইসরোর পাঠানো চন্দ্রযান-৩ শেষ পর্যন্ত চাঁদে ল্যান্ডার বিক্রমকে নামাতে পারে কি না, সেই নিয়েই ছিল যাবতীয় আকর্ষণ। কিন্তু চাঁদের পাশাপাশি ইসরো নিঃশব্দে এগোচ্ছে অন্য একটি লক্ষ্য নিয়ে। তাদের ভাবনায় চাঁদের সঙ্গে রয়েছে সূর্যও। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই সূর্যে পাড়ি দেবে ‘আদিত্য-এল১’। আনন্দবাজার অনলাইনকেRead More →