এই বাংলার মনীষী দের শিক্ষা-ভাবনা কে ভিত্তি করে প্রণীত হওয়া জাতীয় শিক্ষানীতি – ২০২০ রাজ্যের হতাশাগ্রস্ত যুবসমাজ কে আত্মনির্ভরতার পাঠ শেখাবে।
2021-03-03
দীর্ঘ উপনিবেশিক শাসনে জর্জরিত শিক্ষিত বাঙালির কাছে শিক্ষা যখন কেরানি সৃষ্টির নামান্তরে পর্যবসিত হয়েছিল ঠিক সেই সন্ধিক্ষণে স্বামীজীর শিক্ষা-চিন্তন এক নতুন দিশা দেখিয়েছিল। স্বামীজীর মতে যে অনুশীলন দ্বারা ইচ্ছা শক্তির প্রবাহ ও অভিব্যক্তি নিয়ন্ত্রাধীনে আসে এবং ফলপ্রসূ হয় তাকেই বলা হয় শিক্ষা। তিনি বলেন কেউ কাউকে কিছু শেখাতে পারে না।Read More →