সারারাতের বৃষ্টির জেরে ভূমিধস নামল জম্মু ও কাশ্মীরের রামবান জেলার বানিহাল এলাকায়। ফলে শনিবার বন্ধ রাখা হয়েছে জম্মু-শ্রীনগর হাইওয়ে। রাত থেকে বৃষ্টি চলছিলই, কিন্তু শনিবার ভোররাত তিনটে থাকা বৃষ্টির বেগ আরও বাড়তে থাকে। তাই শনিবার সকালে ধস নামে বানিহাল এলাকায়। ভূমিধসের কারণে ভূস্বর্গের সঙ্গে গোটা দেশের সংযোগকারী জম্মু-শ্রীনগর হাইওয়ে বন্ধRead More →