হয়তো নির্ধারিত কালের পূর্বে তাঁর আবির্ভাব । হয়তো কালের আগেই তিনি ভারতবর্ষে জন্ম নিয়েছিলেন । জন্ম হুগলির খানকুলের রাধানগর গ্রাম । আর মৃত্যু ইংলন্ডের ব্রিষ্টল শহর । কর্ম ও কৃত্যে তো বটেই, জন্ম-মৃত্যুতেও যিনি প্রাচ্য ও প্রতীচ্যকে যুক্ত করলেন, সেই রাজা রামমোহন রায় (১৭৭২/১৭৭৪–১৮৩৩) ছোটোবেলায় আমাদের কাছে কিছুটা অস্পষ্ট ছিলেনRead More →