সন ১৬৭৪, দিল্লির চাঁদনী চকে নবম শিখ গুরু তেগবাহাদুরের শিরশ্ছেদ করার আদেশ দেয় আওরঙ্গজেব। এরপর মাত্র দশবছর বয়সে দশম গুরু হিসেবে শপথ নেন গোবিন্দ সিংহ। ইনি ধর্মশিক্ষার সাথে শিখদের যুদ্ধবিদ্যায় পারদর্শী করে তোলেন। ১৬৯৯ সালে বৈশাখী পূর্ণিমার দিন তিনি এক সশস্ত্র ধর্মযোদ্ধা বাহিনী গড়ে তোলেন, নাম দেন খালসা মানে বিশুদ্ধ।Read More →