সারা বিশ্বের সামনে আবারও নিজেকে হাসির খোরাক করে তুলল পাকিস্তান। পাক সেনাবাহিনীর তরফে দাবি করা হল, জইশ-ই-মহম্মদ নামের কোনও জঙ্গি গোষ্ঠীর অস্তিত্বই নেই তাঁদের দেশে! অথচ কয়েক দিন আগেই পাকিস্তানের বিদেশমন্ত্রী শা মাহমুদ কুরেশি স্বীকার করেছিলেন, জইশ-প্রধান মাসুদ আজহার সে দেশেরই সেনা হাসপাতালে রয়েছে গুরুতর অসুস্থ অবস্থায়। মঙ্গলবারই পাকিস্তানের ইমরানRead More →