ছোটবেলায় শিক্ষণীয় একটি গল্প গাধার সঙ্গে হরিণের বন্ধুত্ব হয়েছে। দুজন একসঙ্গে ঘুরে বেড়ায়। একদিন সকালবেলা মাঠে ঘাস খেতে এসে গাধা হরিণকে বলল, ‘দেখ, মাঠের ঘাসগুলো কী নীল!’ হরিণ মাঠের দিকে তাকাল। তাকিয়ে অবাক হলো। কোথায় নীল? ঘাস তো সবুজ! কচি ঘাস। কচি ঘাস সবুজই হয়। গাধা বলল, ‘না, মাঠের সবRead More →