চেন টেনে মাঝপথে ট্রেন থেকে নামার চেষ্টা, উলটো দিক থেকে আসা এক্সপ্রেসে পিষে মৃত ৫
2022-04-12
সোমবার রাতে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায় দ্রুতগামী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। শ্রীকাকুলাম জেলা তথ্য দফতরের এক আধিকারিক জানিয়েছেন, জি সিগাদাম এবং চেপুরুপল্লি রেলওয়ে স্টেশনের মধ্যে রাত ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এদিকে এই ঘটনা প্রসঙ্গে এক রেল আধিকারিক বলেন, ‘কোয়েম্বাটোর-শিলচর এক্সপ্রেসের (ট্রেন নং ১২৫১৫) কিছু যাত্রী বিশাখাপত্তনম-পালাসা মেইন লাইনেরRead More →