চেন্নাই দলে ফাঁক প্রচুর, দেখতেও পাচ্ছেন ধোনি, শুধু জানা নেই সমাধানের রাস্তা
2025-04-26
ঘরের মাঠে আরও এক বার হার চেন্নাই সুপার কিংসের। দলে অনেক ধরনের অসুবিধা রয়েছে। অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি সমস্যগুলো বুঝতে পারছেন, কিন্তু সমাধান করতে পারছেন না। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শুক্রবার হেরে যায় চেন্নাই। যে ম্যাচের পর ধোনি বলেন, “এমন একটা প্রতিযোগিতায় দু’একটা সমস্যা থাকলে, সেটা সামলে নেওয়া যায়। কিন্তু বেশিরRead More →