‘দিগন্ত টপকে যায় যে ভ্রমণ, গন্তব্য বিহীন তার মায়া…’ আর এই মায়ার বাঁধন ছিঁড়ে রাখি বন্ধনের সকালে তাঁর ‘আনন্দের গান, দেখার বাগান’-এর উদ্দেশে পাড়ি। বাংলা গানের জগত তাঁকে চেনে ‘চাঁদের প্রেমিক’ নামে তিনি কিংশুক চট্টোপাধ্যায়। কোনও দিন ভাবিনি তাঁর চলে যাওয়া নিয়ে কিছু লিখতে হবে। বাংলা শব্দের সঙ্গে সকাল-বিকাল যাঁরRead More →