চাঁদের কক্ষপথে ঢুকে পড়ল চিনের চ্যাং-৬, দক্ষিণ মেরুতে অবতরণ শুধু সময়ের অপেক্ষা, নিয়ে আসবে মাটি
2024-05-08
চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে চিনের মহাকাশযান চ্যাং-৬। বর্তমানে সেটি চাঁদের মাধ্যাকর্ষণ বলের অধীনে আকাশেই রয়েছে। কিছু দিনের মধ্যেই চাঁদের দক্ষিণ মেরুর প্রান্তে নির্দিষ্ট স্থানে অবতরণ করবে চিনা চন্দ্রযান। আপাতত সেই অপেক্ষায় রয়েছে বেজিং। তাদের এ বারের চন্দ্র অভিযানের লক্ষ্য শুধু চাঁদের মাটিতে অবতরণ নয়। সেখান থেকে চাঁদের বিশেষ মাটি এবংRead More →