নাগরিকত্ব আইনের সমর্থনে বিজেপির পদযাত্রা, হাজির শত শত সমর্থক
2020-01-20
নাগরিকত্ব আইনের সমর্থনে পদযাত্রার আয়োজন করল বিজেপি। রবিবার কাঁথি সাংগঠনিক জেলার এগরা-১ দক্ষিণ মন্ডল (যুবমোর্চা) এর উদ্যোগে পাঁচরোল বাজারে ওই পদযাত্রা করা হয়েছে। এরপরে পাঁচরোলে সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে সভার আয়োজনও করা হয় বিজেপির তরফে। কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, “নাগরিকত্ব আইনকে আমরা সমর্থন করি।এই আইনের মধ্যRead More →