গত শতকের চারের দশক। ১৯৪০ সালের ১ মার্চ, বোলপুর থেকে ট্রেন ও সড়কপথ হয়ে বাঁকুড়ায় পৌঁছলেন রবীন্দ্রনাথ। তদানীন্তন বর্ধমান বিভাগের কমিশনার ও বাঁকুড়ার জেলাশাসক সুধীন্দ্রকুমার হালদার মশাইয়ের স্ত্রী শ্রীমতি উষা হালদারের ঐকান্তিক প্রচেষ্টাতেই বাঁকুড়ার মানুষ বিশ্বকবির দর্শন পেয়েছিলেন। মার্চের ১ থেকে ৩, কবি অবস্থান করেছিলেন জেলাশাসকের জন্য নির্দিষ্ট বাংলো হিলRead More →