কথায় কথায় বলা হয়, চণ্ডালের রাগ বা রেগে গেলে চণ্ডাল! অপভ্রংশে “চাঁড়াল।” ঋষি বিশ্বামিত্রের কারণে রাজা হরিশ্চন্দ্র পর্যন্ত রাজ‍্যপাট হারিয়ে চণ্ডাল হয়ে শ্মশানে মড়া পোড়াতেন। তবে চণ্ডালদের রাগ যদি বেশি, তবে তাঁরাও রাগ ছেড়ে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন। কিন্তু অহিংসার ধর্মে আশ্রয় নিলেও রাগ নিয়ে তাঁদের সম্পর্কে প্রবাদ তৈরি হয়েছে।Read More →