ঘূর্ণাবর্তের ‘ইয়র্কার’-এর কারণে রাজ্য থেকে প্রায় উধাও হতে বসেছিল শীত। তবে তা সামলে নিয়ে আবার পারদপতন রাজ্যে। মেঘের ঘনঘটা কাটিয়ে রাজ্যের তাপমাত্রা কমল বেশ কয়েক ডিগ্রি। ঠিক সময়ে ফিরে যেন ‘হেলিকপ্টার শট’ মারল মাঘের ঠান্ডা। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা কমে হয়েছে ১৪.৭ ডিগ্রিRead More →