ফণী সাইক্লোনের তাণ্ডবে মৃত অন্তত পাঁচ জন! সকাল ন’টা নাগাদ পুরীর উপকূলে প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়ে ফণী। তার পর থেকেই ঝড়ের তাণ্ডবে বেসামাল ওড়িশা ও সংলগ্ন অঞ্চল। নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। সূত্রের খবর, কেন্দ্রাপাড়ার রাজনগর ব্লকে গুপ্তি পঞ্চায়েত এলাকায় বছর সত্তরের এক বৃদ্ধা মারা যান ঝড়ের মুখে। জানা গিয়েছে, দুর্যোগের সময়ে বাইরেRead More →