নৈহাটির কাছে ভরসন্ধ্যায় তুমুল বোমাবাজি, গুলি! জখম তিন, নেপথ্যে রাজনৈতিক শত্রুতা?
কাঁকিনাড়া, নরেন্দ্রপুরের পর এ বার নৈহাটির শিবদাসপুর। উত্তর ২৪ পরগনার শিবদাসপুরে ভরসন্ধ্যায় চলল গুলি, ফাটল বোমা। আহত অন্তত তিন জন। আহতদের কল্যাণীর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। শনিবার ভর সন্ধ্যায় নৈহাটির কাছে শিবদাসপুরে ওই গন্ডগোলে এক জন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর শরীরের তিন জায়গায় গুলি লেগেছে। এ ছাড়াওRead More →