।।১।। ​পঞ্চনদীর তীরে বেণী পাকাইয়া শিরে দেখিতে দেখিতে গুরুর মন্ত্রে জাগিয়া উঠেছে শিখ নির্মম নির্ভীক। হাজার কণ্ঠে গুরুজির জয় ধ্বনিয়া তুলেছে দিক্‌। নূতন জাগিয়া শিখ নূতন উষার সূর্যের পানে চাহিল নির্নিমিখ। নিজের সর্বস্ব উৎস্বর্গ করে দিয়ে দেশপ্রেম, রাষ্ট্রধর্ম , রাজধর্ম পালন করতে হয়… এইটাই নিয়ম। জনগণই রাষ্ট্র। নিজভূমি রক্ষা করারRead More →