কৃষিতে দালাল এবং সরকারি কিছু কর্মী চায় না কৃষকের উন্নতি; – গবেষণার সঙ্গে কৃষিকাজকে যথার্থভাবে যুক্ত করতে হবে — দিলীপ ঘোষ।
2020-09-21
ঋতম বাংলার প্রতিবেদন ২০ শে সেপ্টেম্বর। স্বাভিমানী স্বাবলম্বী চাষী ছাড়া দেশ কৃষিতে আত্মনির্ভর হতে পারে না। অনেক গবেষক কেবল পেপার তৈরি করেন, কৃষক কী পেলেন তার খোঁজ রাখেন না, বেতন নিয়ে যাচ্ছেন। এদিকে কৃষক বীজ কিনে ঠকে যাচ্ছেন, আত্মহত্যা করছেন। কৃষকের একটা ধারণা তৈরি হয়ে গেছে, কৃষি থেকে লাভ হয়Read More →