সবে কয়েক মাস হল (১ লা সেপ্টেম্বর, ১৯৪৪) অনাথ বালকদের নিয়ে আশ্রম প্রতিষ্ঠিত হয়েছে, তার কয়েকজনকে আবার হিন্দু মহাসভার ড. শ্যামাপ্রসাদ মুখার্জী পাঠিয়েছেন। সে বছর ডিসেম্বরের ১৭ তারিখ রহড়ায় এলেন বড়লাট লর্ড ওয়াভেলের পত্নী। ঘুরে দেখলেন সবকিছু। আশ্রমের আর্থিক সমস্যার বিষয়টিও এলো। গেরুয়া বসন পরিহিত সন্ন্যাসী জানালেন, আর্থিক সমস্যাকে তিনিRead More →