একগাল হাসির নীচে আবেগ চেপে রাখলেন না রাহুল ত্রিপাঠী। আইপিএলে নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদকে দুর্দান্ত জয় এনে দিয়ে দিয়ে রাহুল বললেন, ‘কেকেআরের সঙ্গে পুরো বিষয়টা খুব স্পেশাল ছিল।’ শুক্রবার কেকেআরের বিরুদ্ধে ৩৭ বলে ৭১ রান করেন ত্রিপাঠী। স্ট্রাইক রেট ছিল ১৯১.৮৯। চারটি বাউন্ডারি এবং ছ’টি ছক্কা মারেন। তাঁরRead More →