ইনিংসের বিরতিতে ঢোঁক গিলেছিলেন রুতুরাজ গায়কোয়াড়। তাঁর ও বিরাট কোহলির শতরানে ভর করে ভারত ৩৫৮ রান করলেও আত্মবিশ্বাসী ছিলেন না রুতুরাজ। কারণ, শিশির। রাঁচীর থেকেও বেশি শিশির পড়ার পূর্বাভাস ছিল রায়পুরে। সেটাই হল। শিশির পড়তেই ৩৫৯ রান মনে হল ২৫৯। বল গ্রিপ করতে পারলেন না বোলারেরা। তার সুবিধা নিল দক্ষিণRead More →