কেন ইলিশ ধরা পড়ছে না জালে? ওরা সব গেল কোথায়? অথৈ জলে মৎস্যজীবীরা
2021-07-10
একবার নয়, তিন তিনবার ট্রলার গিয়েছে সমুদ্রে। ইলিশ মাছ ধরার আশায় বুক বেঁধেছেন মৎস্যজীবীরা। গত ১৫ই জুন ইলিশ ধরার মরসুম শুরু হয়েছিল। একেবারে দিনক্ষণ দেখে ইলিশ ধরতে বেরিয়ে পড়েছিলেন মৎস্যজীবীরা। কয়েকদিনের খারাপ আবহাওয়ার কারণে তারা ফিরে এসেছিলেন। ফের তারা বঙ্গোপসাগরে ট্রলার ভাসান। টার্গেট একটাই, ইলিশ ধরা। সেবারও প্রত্যাশা মতো ইলিশRead More →