শহরে এল আরও ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
পটনা থেকে আরও ১০ কোম্পানি আধাসেনা এল রাজ্যে। এদের বসিরহাট, বারাসত, বনগাঁ পাঠানো হবে। বারাসতে তিন, কলকাতায় তিন ও বনগাঁ এবং বসিরহাটে দুই কোম্পানি করে সেনা মোতায়েন হবে৷ জানা যাচ্ছে, আরও আট কোম্পানি কেন্দ্রীয় বাহিনী অসম থেকে আসছে৷ তাদের সুন্দরবন, কালিম্পং এবং দার্জিলিং-য়ে মোতায়েন করা হবে৷ উল্লেখ্য, গত শনিবারই রাজ্যেRead More →