কুলতলিতে বাঘবন্দি করতে তৎপর বনদফতর, মাকড়ি নদী পেরিয়েছে? জলপথে রয়্যাল বেঙ্গলের খোঁজ
2025-01-08
সুন্দরবনে ‘অনুপ্রবেশকারী’ রয়্যাল বেঙ্গলের খোঁজে এ বার জলপথে নামলেন বনকর্মীরা। বুধবার সকাল থেকেই আবার বাঘের সন্ধানে তল্লাশি শুরু করেছেন তাঁরা। জানা গিয়েছে, প্রাথমিক ভাবে জলপথে অনুসন্ধান চালাবেন। কুলতলির বাঘ মাকড়ি নদী পেরিয়ে গিয়েছে কি না, সেটাই এখন দেখতে চাইছে বনদফতর। যদি বাঘ নদী পেরিয়ে যায়, তবে অবশ্যই নদীর পাড়ে পায়েরRead More →