কাজ়াখস্তানে বিমান ভেঙে পড়ার কারণ সম্পর্কে এ বার মুখ খুলল সেই বিমান সংস্থা আজ়ারবাইজান এয়ারলাইন্স। তাদেরই একটি যাত্রিবাহী বিমান গত ২৫ ডিসেম্বর আজ়ারবাইজান থেকে রাশিয়ার দিকে উড়ে যাচ্ছিল। গন্তব্য ছিল গ্রজ়নি। কিন্তু তার আগে কাজ়াখস্তানের আকতু শহরে বিমানটি ভেঙে পড়ে। এই ঘটনায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে হাসপাতালে।Read More →