রাশিয়ায় গোপনে ট্রেনিং নিয়েছিলেন ৪০ জন অফিসার! তারাই ৭১-এর যুদ্ধের ‘কিলার স্কোয়াড্রন’
2020-12-17
১৯৭০ সালে গোপনে বেশ কয়েকজন জন ভারতীয় নৌসেনাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল রাশিয়ায়। চার মাস ধরে রাশিয়ান ভাষা শেখানো হয়েছিল তাদের। এরপরেই ৪০ জন নৌসেনা অফিসার ও আরও ১৮ জন নৌসেনা জওয়ানকে পাঠিয়ে দেওয়া হয় রাশিয়ার সবথেকে বড় নৌবহর ‘ভ্লাদিভসতক’-এ। এটাই নাকি সেইসময় বিশ্বের সবথেকে বড় নৌবহর ছিল। তাদের হেডকোয়ার্টারেই পাঠানোRead More →