মঙ্গলবার রাতে জম্মু ও কাশ্মীরের (J&K) বুধগামে (Budgam) জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে খতম হয়েছে দুই জঙ্গি (Terrorists)। তাদের পরিচয় এখনও জানা যায়নি। এক পুলিশ আধিকারিক জানাচ্ছেন, আগে থেকেই খবর ছিল এখানে জঙ্গিরা ঘাপটি মেরে রয়েছে। সেইমতো মঙ্গলবার সন্ধে সাতটা নাগাদ বুধগাম জেলার চাদুরা অঞ্চলের মোচওয়ায় তল্লাশি অভিযান শুরুRead More →