‘কালীপদ নিকেতন’ ও বাঘাযতীনের স্মৃতি
2021-03-01
১৯১০ সালের ৪ঠা এপ্রিল। আলিপুর সেন্ট্রাল জেল থেকে দিদি বিনোদবালা দেবীকে একটি চিঠি লেখেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। চিঠির শেষে লিখেছিলেন, “ইন্দুকে ও অপর সকলকে এই পত্রই দেখাইবেন।“ আবার, ১৯১৫ সালের মে মাসে বালেশ্বরের অজ্ঞাতবাস থেকে এক চিঠিতে দিদি বিনোদবালাকে যতীন্দ্রনাথ লিখেছিলেন, “আপনি অনুগ্রহ করিয়া মন শান্ত করিয়া সসন্তান ইন্দুকে রক্ষা করিবেন। সন্তানগুলি যাহাতে মানুষ হয় তাহার চেষ্টারRead More →