এই দিনে ১৮৬১ সালে রানী রাসমণির মৃত্যু হয়। কালীঘাটের স্নানবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানি রাসমণি!
2022-02-20
৭১ , হরিশ চ্যাটার্জি স্ট্রিট, রাসমণির স্নানবাড়ি।দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাত্রী রানি রাসমণির জীবনের শেষ ক’টা দিন কেটেছিল কলকাতার কালীঘাটের এই স্নানবাড়িতে এবং এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানি।কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিট-এর ওপারে একসময় ছিল আদিগঙ্গা। নাম বদলে এখন টালিনালা। খানিকটা এগোলেই সনাতন ধর্মোৎসাহিনী সভার বাঁধানো ঘাট। এখানেই কলকাতার বারোয়ারি দুর্গাপুজোর জন্ম।Read More →