কাবুলের পতনে স্থানীয় মহিলাদের নিয়ে চিন্তা, চর্চায় ‘কাবুলিওয়ালার বাঙালি বউ’ সুস্মিতা
কাবুলের পতনের পর সেখানকার মহিলাদের নিয়ে চিন্তা শুরু হয়েছে গোটা বিশ্বে। এর সূত্রেই চর্চার কেন্দ্রে ফিরে এসেছে একটি বই ‘কাবুলিওয়ালার বাঙালি বউ’। বইয়ের লেখিকা সুস্মিতা বন্দ্যোপাধ্যায় (বিবাহ পরবর্তী নাম সৈয়েদা কমলা) এক আফগানকে বিয়ে করেন। তালিবান শাসনে আফগানিস্তানে বসবাসের অভিজ্ঞতা থেকে তিনি ১৯৯৭ খ্রিষ্টাব্দে স্মৃতিধর্মী বই লেখেন। ২০০৩ খ্রিষ্টাব্দের ৪ঠাRead More →