কাঁচরাপাড়া হার্ণেট হাই স্কুলে বৃক্ষরোপণ করলেন বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা
2023-08-17
আজ বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘সর্ব ভারতীয় সমন্বিত ফল গবেষণা কেন্দ্র'(ICAR-AICRP on fruits)-এর উদ্যোগে উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া হার্ণেট হাই স্কুলে আম, পেয়ারা, সবেদা, কাঁঠাল, মৌসম্বী, কলা প্রভৃতি ২২ টি ফলের গাছ লাগানো হয়। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলীপ কুমার মিশ্র, অধ্যাপক কল্যাণ চক্রবর্তী ও অধ্যাপক ফটিকRead More →