কূর্সির কর্তা নেই, কী করবেন ভাবনা বিশ্ববিদ্যালয়ের কর্মী-আধিকারিকদের
চার মাস কেটে গেল। খালি পড়ে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূল উপাচার্যের কূর্সি। আরও কতকাল খালি পড়ে থাকবে, কেউ বলতে পারছেন না। একসময় এখনকার পাকিস্তান, বাংলাদেশ মায়ানমার-সহ উপমহাদেশের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে ছিল ঐতিহ্যপূর্ণ এই প্রতিষ্ঠানের এক্তিয়ার। আজ এ সবই অতীত। কয়েক দশক ধরে ডানা ছাঁটার পরে এখনও ১৫৩টি কলেজ রয়েছে এইRead More →