আসন্ন হোলি এবং দোল উৎসব উপলক্ষে কয়েকটি স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল।  আগামী ২৮ মার্চ রঙের খেলা হোলি, তার আগের দিন অর্থাৎ ২৭ মার্চ রাত ১১টা ৪৫ মিনিটে কলকাতা স্টেশন থেকে পুরীর উদ্দেশ্য ছাড়বে স্পেশাল ট্রেন। পুরী পৌঁছবে পরদিন সকাল ৯টা ৩৫ মিনিটে। ফিরতি পথে পুরী থেকে ২৮ মার্চ দুপুরRead More →