পেনাল্টি ছিল না! কলকাতা ডার্বির বিতর্ক নিয়ে মুখ খুললেন ফেডারেশনের রেফারিদের ‘হেডস্যর’
2025-01-13
শনিবার কলকাতা ডার্বিতে বিতর্ক হয়েছে একটি হ্যান্ডবল ঘিরে। পিভি বিষ্ণুর শট বক্সের মধ্যে মোহনবাগানের আপুইয়ার হাতে লাগা সত্ত্বেও রেফারি পেনাল্টি দেননি। ধারাভাষ্যকার থেকে বিশেষজ্ঞেরাও জানিয়েছিলেন, সেটি নিশ্চিত পেনাল্টি ছিল। তেমনটা মনে করেন না ট্রেভর কেটল। সর্বভারতীয় ফুটবল সংস্থার প্রধান রেফারিং আধিকারিকের মতে, সেটি পেনাল্টি ছিল না! সেই ম্যাচের রেফারি রামচন্দ্রনRead More →