কলকাতার ভোটার হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। জানা গিয়েছে কাশীপুর – বেলগাছিয়া কেন্দ্রের অন্তর্গত বোনের বাড়ির ঠিকানায় ভোটার হয়েছেন মিঠুনবাবু। সূত্রের খবর ভোটার তালিকায় তাঁর নাম রয়েছে মিঠুন বসন্ত চক্রবর্তী। ফলে মিঠুন চক্রবর্তীর বিজেপির প্রার্থী  হওয়ার জল্পনা আরও বাড়ল।  মিঠুনের বোন শর্মিষ্ঠা সরকার জানিয়েছেন, ‘উনি আমার তুতো দাদা। যখনই ব্যক্তিগত কাজেRead More →