দেশজুড়েকরোনা সংকটের মধ্যে নিজেদেরজীবনকে বিপন্ন করে ক্রমাগতকাজ করে চলেছে চিকিৎসক,নার্স, স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মী, পুলিশ,আধা সেনা সংবাদকর্মী ওঅন্যান্য  অত্যাবশ্যকপরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা। এবারতাদের এই আত্মত্যাগকে কুর্নিশজানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।কঠিন সময় গোটা দেশএই সকল বীর জওয়ানও তাদের পরিবারবর্গের পাশেরয়েছে বলে জানিয়েছেন তিনি। রবিবারসকালে নিজের টুইট বার্তায়অমিত শাহ লিখেছেন, যেবীরত্বের সঙ্গে ভারত করোনারবিরুদ্ধে লড়াই করছে, তাপ্রশংসার যোগ্য। এইকঠিন সময় পুরোদেশ বীরজওয়ান ও তাদের পরিবারবর্গেরপাশে রয়েছে। নিজেরঅপর টুইট বার্তায় কেন্দ্রীয়স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ,আধাসেনা ও অন্যান্য যোদ্ধাদেরশ্রদ্ধা জানাতে দেশের সামরিকবাহিনীর তরফ থেকে যেউদ্যোগ নেওয়া হয়েছে তারহৃদয়কে স্পর্শ করেছে।যে বীরত্বের সঙ্গে এই সকলযোদ্ধারা লড়াই করেছে তাবন্দনার যোগ্য। এইসকলকরোনা যোদ্ধাদের কুর্নিশ জানিয়ে অমিত শাহলিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটাদেশ করোনা যোদ্ধাদের পাশেরয়েছে। এইসংকটজনক পরিস্থিতি যে সুযোগ করেদিয়েছে তা কাজে লাগাতেহবে। যাতেকরে সুস্বাস্থ্য, সমৃদ্ধ ও শক্তিশালীভারত বিশ্ব মঞ্চে আত্মপ্রকাশকরতে পারে। Read More →