করোনা পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়েওযে সকল চিকিৎসক, নার্স,স্বাস্থ্যকর্মী, সংবাদকর্মী, সাফাই কর্মী, পুলিশ,ডেলিভারি বয়রা নিজেদের কর্তব্যসম্পাদন করে চলেছে।তাদের অভিনব উপায় কুর্নিশজানানো হলো তিন বাহিনীরতরফ থেকে। রবিবারসকালে বায়ুসেনার হেলিকপ্টার এবং পণ্যবাহী বিমানসেই সকল হাসপাতালগুলির উপরপুষ্পবৃষ্টি করে, যেখানে করোনারোগীদের চিকিৎসা করা হচ্ছে।বায়ুসেনার বিমান জম্মু ওকাশ্মীরের শ্রীনগর থেকে কেরলের তিরুবনন্তপুরমএবং অসমের ডিব্রুগড় থেকেগুজরাটের কচ্ছ পর্যন্ত ফ্লাইপাস্টকরেছে। এদিন সকাল ১০ টারসময় বায়ুসেনার বিমান দিল্লি ওএনসিআর অঞ্চলের করোনা যোদ্ধাদের কুর্নিশজানাতে ফ্লাইপাস্ট করে যান।প্রায় ৩০ মিনিট পর্যন্তএই প্রক্রিয়া চলে অভিনব কায়দায়দিল্লির রাজপথে টেক অফকরে সুখোই ৩০, মিগ২৯, জাগুয়ার যুদ্ধবিমান।  বায়ুসেনার মুখপাত্র ইন্দ্রনীল নন্দী জানিয়েছেন, সকালেরদিকে বৃষ্টি হবার কারণেদিল্লিতে এই কর্মসূচি কিছুটাবাধাপ্রাপ্ত হয় কিন্তু বায়ুসেনারহেলিকপ্টার ইন্ডিয়া গেটের সামনে পুলিশমেমোরিয়াল পুষ্পবৃষ্টি করে সকাল নটারসময়।করোনাযোদ্ধাদের সম্মান জানাতে দিল্লিররাজপথ এর ওপর দিয়েউড়ে যায় বায়ুসেনার বিমান। এরপরেদিল্লির দীনদয়াল উপাধ্যায় হাসপাতাল, জিটিবি হাসপাতাল, লোকনায়কহাসপাতাল, রাম মনোহর লোহিয়াহাসপাতাল, সফদার জং হাসপাতাল,গঙ্গারাম হাসপাতাল, বাবাসাহেব আম্বেদকর হাসপাতাল, ম্যাক্স সাকেত, রোহিনী হাসপাতালসহঅন্যান্য হাসপাতাল যেখানে করোনা রোগীদেরচিকিৎসা চলছে সেখানে পুষ্পবৃষ্টিকরে করোনা যোদ্ধাদের কুর্নিশশজানায় বায়ুসেনা।একইদৃশ্য দেখা যায় উত্তরপ্রদেশেরলখনউ, মহারাষ্ট্রের মুম্বই, কর্নাটকের বেঙ্গালুরু, জম্মু ও কাশ্মীরশ্রীনগর সহ দেশের একাধিকশহরে। ভারতীয়সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল অমন আনন্দজানিয়েছেন, সকাল ১০ টায়এইমস, সকাল ১০: ৩০সময় ক্যান্টনমেন্ট হাসপাতাল ব্যান্ড বাজিয়ে কুর্নিশ জানানো হয়।নৌসেনার মুখপাত্র বিবেক মাধবল জানিয়েছেন,সমুদ্রে থাকা যুদ্ধজাহাজ গুলিতেলাইট জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয়.।গোয়া এবং মুম্বইতেনৌসেনার হেলিকপ্টার পুষ্পবৃষ্টি করেছে।এরপাশাপাশি চিফ অব ডিফেন্সস্টাফ জেনারেল বিপিন রাওয়াত করোনাযোদ্ধাদের প্রশংসা করেছেন। Read More →