HTLS 2021: ‘করোনা নয়া প্রজাতির মোকাবিলায় টিকার পর বুস্টার ডোজ দেওয়ার ভাবনাচিন্তা করা উচিত’
2021-12-01
ডেল্টার প্রকোপ কাটতে না কাটতেই হাজির হয়েছে ওমিক্রন। আগামিদিনেও নয়া কোনও ‘উদ্বেগজনক’ প্রজাতির করোনাভাইরাসের হদিশ পাওয়ার আশঙ্কা আছে। সেই পরিস্থিতিতে করোনা টিকার পাশাপাশি বুস্টার শট দেওয়ার বিষয়টি বিবেচনা করার পরামর্শ দিলেন ইয়ালে বিশ্ববিদ্যালয়ের ইমিউনোবায়োলজির অধ্যাপক আকিকো ইয়াসাকি। ‘হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে’ ইয়ালে বিশ্ববিদ্যালয়ের ইমিউনোবায়োলজির অধ্যাপক বলেন, ‘করোনাভাইরাসের নয়া প্রজাতিগুলির বিষয়টিরRead More →