আক্রান্তদের ইটোলিজুমাব প্রয়োগে দারুণ সাড়া, করোনা চিকিৎসায় আশার আলো
করোনার (corona)ওষুধ ইটোলিজুমাব প্রয়োগে দারুণ সাড়া মিলছে। ওষুধ প্রস্তুকারক সংস্থার দাবি, এই ওষুধ ব্যবহারে রোগীর শরীরে অক্সিজেন মাত্রা বাড়ছে। এমনকী এই ওষুধ প্রয়োদের পর কমেছে মৃত্যুর হারও। পরীক্ষায় দেখা গিয়েছে ৩০ জন রোগীকে এই ওষুধ দেওয়ার পর তাঁদের ২০ জনেরই শারীরিক পরিস্থিতির উন্নতি হয়েছে। ইতিমধ্যেই ভারতীয় সংস্থা বায়োকনের তৈরি ওষুধRead More →