করমপূজার আনন্দ-বৃক্ষের আদিকথা
2023-09-25
অরণ্যের মাঝে পাতাঝরা বৃক্ষ,করম গাছের সারি; তাতে অধিষ্ঠান করে আছেন আমজনতার অতিপ্রিয় করমদেবতা। তাঁরই সামীপ্যে সান্নিধ্যে পৌঁছে গিয়ে প্রকৃতি মায়ের আঁচলে বাঁধা থেকে একদল মানুষ আয়োজন করেছেন এক পার্বণের। এদিন ভাদ্রের শুক্লা একাদশী, মাঝ-শরতের মানানসই দিন; অরণ্যের উপান্তে আউশধান কাটা হয়ে গেছে। তখনই অরণ্য-সংস্কৃতির মাঝে হলদু-বৃক্ষের তলায় বর্ষার মেঘমেদুরতায় দেবতারRead More →