রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত লাইন– ‘এ প্রাণ রাতের রেলগাড়ি’। নিঃসন্দেহে এক অসাধারণ কাব্যিক এক্সপ্রেশন। এ ছাড়াও রেলপথ নিয়ে রয়েছে তাঁর এমন এক লাইন যা ভারতে রেলপথের প্রসারকে দ্যোতিত করতে ব্যবহৃত হয়– ‘পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি’! কিন্তু কবিতার কথা যদি-বা ছেড়েও দেওয়া যায়, তা হলেও রেলযাত্রা নিয়ে তাঁর কম লেখাপত্র, কমRead More →